সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম রুহুল আমিন রিমন অভিযানটি পরিচালনা করেন। এ সময় বিভিন্ন পরিবহন ও খাবার পণ্য বিক্রির দোকান থেকে প্রায় ২৩ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন।
সূত্র জানায়, সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়। এসময় যাত্রী পরিবহন, সিএনজি এবং মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রুট পারমিট না থাকায় বিভিন্ন যানবাহন থেকে ১২ হাজার ৫শত টাকা এবং খোলা স্থানে মিষ্টি বিক্রি করায় দুটি দোকানের দুই কর্মচারীকে আটক করা হয়। পরে ১০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।
খবর ৭১/ এস: