সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ ‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ’ এ শ্লোগানকে সমানে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র্যালী বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীনুর ইসলামের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, সোনারগাঁও পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আকতার মনি, সামসুন্নাহার রিতা, উপজেলা সমাজ সেবা কর্মকতা নঈম জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইদুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ উপজেলার বিভিন্ন এলাকার সমাজ সেবা সমিতির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাংসদ লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিন করেন।
খবর৭১/এস: