সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আষাঢ়িয়ার চর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে পুলিশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে শাহিন (২৫) ও নাসির হোসেন (৩০) নামে দুই শ্রমিক তাদের কর্মস্থল মেঘনাঘাটে অবস্থিত ফ্রেশ কোম্পানির ফ্যাক্টরীতে যাচ্ছিল। এ সময় আষাঢ়িয়ারচর এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতরা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী গ্রামে ভাড়া থাকতো। নিহত শাহিনের বাড়ী সিরাজগঞ্জ ও নাসিরের বাড়ি নোয়াখালী বলে জানা যায়।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এছাড়া ঘাতক পিকআপ ভ্যান আটক করা হয়েছে।
খবর৭১/এস: