ঘোড়াঘাটে ৬টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ১

0
424

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সোমবার দিবাগত রাতে আনুমানিক সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যের ৬টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গরু চুরির সঙ্গে জড়িত ভটভটি চালক মোঃ জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি বগুড়া জেলার শাহাজানপুর থানার শেরকর গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার কলাবাড়ি গ্রামের মোঃ আশরাফ আলী বাড়ি থেকে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ চোরেরা বাড়ির প্রধান দরজা ভেঙ্গে ৬টি গরু চুরি করে নিয়ে একই উপজেলার ভেলাইন গ্রীনটেক অটো রাইস মিলের সামনে ভটভটিতে গরুগুলো উঠানোর সময় টহলরত পুলিশ উদ্ধার করে।এসময় ভটভটি চালককে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, চুরি হয়ে যাওয়া গরুগুলো মালিক সনাক্ত করার পর বুঝে দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here