নড়াইল সদর থানায় নবাগত ওসি’র যোগদান

0
780
Exif_JPEG_420

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর থানায় নবাগত ওসি যোগদান করেছেন। যোগদানকৃত ওসি’র নাম আনোয়ার হোসেন। নড়াইলে যোগদানের পূর্বে তিনি মেহেরপুর থানায় কর্মরত ছিলেন বলে জানান। গতকাল নবাগত ওসি প্রাক্তন ওসি দেলোয়ার হোসেন খাঁনের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব পাওয়ার পর তিনি নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সাথে মতবিনিময় করেন। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। নবাগত ওসি তাঁর বক্তব্যে বলেন, নড়াইল জেলায় এসে খুব ভালো লাগছে। আমি জানি নড়াইল অনেক কৃতি সন্তানের জন্মভূমি। এরকম জেলায় কাজে যোগদান করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। তিনি আরও জানান, আমি বিভিন্ন পত্র-পত্রিকায় নড়াইলের পুলিশ সুপার সম্পর্কে জেনেছি। তিনি জঙ্গি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সেভাবে কাজ করে যাচ্ছেন। এমন মহৎপ্রাণ মানুষের সান্নিধ্যে থেকে দায়িত্ব পালন করতে পারাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। এছাড়াও নড়াইল জেলাকে অপরাধমুক্তকরণের লক্ষ্যে তিনি সাংবাদিকসহ সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য যে, তিনি নড়াইল সদর থানায় যোগদানের পূর্বে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নিকট থেকে বিভিন্ন দিক-নির্দেশনা গ্রহণ করেন এবং যোগদানের সময় তাঁর সাথে নড়াইল সদর থানার এসআই খায়রুল ইসলাম, এসআই ভবতোষ রায়, এএসআই মামুন, এএসআই শাহিন, কনস্টেবল নজরুল ইসলাম ও ইয়াসিন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here