প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন নজিবুর রহমান

0
531

খবর ৭১: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে ওই নিয়োগ দেয়া হয়।

এ ছাড়া আরও চার সচিবের দফতর বদল করা হয়েছে।

তারা হলেন- তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন আহমদকে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। পাশাপাশি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরীকে ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তারকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here