ছাতক প্রতিনিধিঃ
ছাতকে হাসপাতালে বেডে ভর্তি বিহীন রোগির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ডাক্তার বিশ্বজিৎ গুলজারকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। জানা গেছে, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় রিকশা চালক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কান্দিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার পুত্র সুন্দর আলী (৪৫) পেটের ব্যথা নিয়ে ছাতক হাসপাতালে ভর্তি হতে যান। এ সময় তাতিকোনার আব্দুল মনাফের পুত্র আব্দুস শুকুরও চানাচুর বিক্রেতা টুনু মিয়া রোগির সাথে থাকলেও কর্তব্যরত ডাক্তার আজাদুর রহমান উপযুক্ত অভিবাবক না থাকায় রোগিকে ভর্তি করেননি। এতে ব্যথায় কাতর হয়ে রোগি নিজেই হাসপাতালের একটি বেডে শুয়ে পড়েন বেলা ২টায় হাসপাতাল ওই বেডেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে সুনামগঞ্জ সিভিল সার্জন ডাক্তার আশুতোষ দাস জানান, ছাতক হাসপাতাল বেডে রোগি মৃত্যুর ঘটনায় ডাক্তার বিশ্বজিৎ গোলজারকে প্রধান করে ৫সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খবর ৭১/ এস: