খালেদা জিয়াকে বাদ দিয়ে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয় : মুজিবুর রহমান সরোয়ার

0
367

ভোলা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে আগামী জাতীয় সংসদ নিবার্চন করতে দেয়া হবেনা। শেখ হাসিনার অধীনেও বর্তমান সংসদ বহাল রেখে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ন মহাসচিব এড্যাভোকেট মজিবুর রহমান সরোয়ার। গত কাল শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের মহাজনপট্টি জেলা বিএনপি কার্যালয়ের চত্বরে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হতে হলে নিজেদের মধ্যে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে সকলকে ঐক্য বদ্ধ হয়ে সকলকে রাজপথে থাকতে হবে।
জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ জাহান শিরিন, সাবেক এমপি মো. নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রম্যান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাথেন।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here