খবর ৭১:আগামী ২ জানুয়ারি সুপ্রিমকোর্ট দিবস পালন করা হবে। সুপ্রিমকোর্ট প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও আদালতের অবকাশকালীন ছুটি থাকায় এবার ২ জানুয়ারি দিবসটি উদযাপন করা হবে।
গত ২৫ অক্টোবর সুপ্রিমকোর্টের ফুল কোর্ট সভায় এ দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সুপ্রিমকোর্ট দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, সুপ্রিমকোর্টের উভয়পক্ষের বিচারপতিগণ, সুপ্রিমকোর্টের আইনজীবীগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
হাইকোর্টের ডেপুটি রেজিস্টার (প্রশাসন ও বিচার) মো. আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জানুয়ারি সুপ্রিমকোর্টের সকল কর্মকর্তা কর্মচারীগনকে আবশ্যিকভাবে পরিচয়পত্র বহন করতে হবে।
খবর ৭১/ই: