খবর ৭১: মিশরের রাজধানী কায়রোতে একটি গির্জায় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ কমপক্ষে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১২ জনেরও বেশি। খবর আল-জাজিরার।
দক্ষিণ কায়রোর হেলওয়ান শহরের বিখ্যাত গির্জা মার মিনা চার্চে এ ঘটনা ঘটে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীকে গুলি করে হত্যা করে।
গত ২৪ অক্টোবর মিশরের সিনাই উপদ্বীপের একটি মসজিদে হামলা চালিয়ে ২৩৫ মুসল্লীকে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হামলারও কেউ দায় স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এ ঘটনাকে আইএসের হামলা বলে অভিযোগ করেন।