বরগুনায় পরিস্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পিং শুরু

0
432

বরগুনা প্রতিনিধি:বরগুনা শহরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে পরিস্কার- পরিচ্ছন্নতা ক্যাম্পিং শুরু হয়েছে।শুক্রবার(২৯ ডিসেম্বর) সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে শপথ গ্রহনের মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গনে ক্যাম্পিংয়ের শুরু হয়।ক্যাম্পিংয়ের প্রথম দিনে শহরের শহীদ মিনার প্রাঙ্গন পরিস্কার-পরিচ্ছন্ন করা হয় এবং পথচারি ও ব্যবসায়ীদের ময়লা- আবর্জনা ফেলায় সচেতন করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুশফিক আরিফ বরগুনা পরিবেশ আন্দোলনে সদস্য সচিব,শুখারঞ্জন শীল পরিবেশ আন্দোলনের আহব্বাহক,সাহাবুদ্দিন সাবু পরিবেশ আন্দোলনের সদস্য,ডা.এম আর আলম কল্প। বিডি ক্লিন-বরগুনা জেলা সমন্বয়কারী(ভারপ্রাপ্ত) আনোয়ার সাগর জানান, শহর পরিস্কার- পরিচ্ছন্নতা ক্যাম্পিং একটি চলমান উদ্যোগ। বিডি ক্লিন-সারা বছরই প্রতি শুক্রবারে শহরের বিভিন্ন স্থানে এই ক্যাম্পিং অব্যাহত রাখবে। বিডি ক্লিনের শতাধিক কর্মী ক্যাম্পিংয়ে নিয়মিত অংশ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here