খবর ৭১: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ৫ম দিনের মতো অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আদালতে উপস্থিত আছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ১১টা ৪০ থেকে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক চলছে। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান যুক্তিতর্ক উপস্থাপন করছেন।
এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটে আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১১টা ০৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন বলে জানিয়েছিলেন চেয়ারপারসনের মিডিয়া উইংস সদস্য শায়রুল কবির খান।
খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে অন্যান্য দিনের তুলনায় আদালত ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া আদালতের প্রধান ফটকে স্ক্যানার বসিয়ে তল্লাশি করে ভেতরে ঢোকানো হচ্ছে।