খবর৭১:রাইসিনা সংলাপে অংশ নিতে আগামী মাসে ভারত যাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারি নয়াদিল্লিতে বার্ষিক ওই সংলাপ অনুষ্ঠিত হবে। চলতি বছরে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগেও অংশ নিয়েছিলেন তিনি।
জানা গেছে, আসন্ন রাইসিনা সংলাপের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘ম্যানেজিং ডিজরাপ্টিং ট্রানজিশনস : আইডিয়াস, ইনস্টিটিউশনস অ্যান্ড ইডিয়মস’। ভারতের শীর্ষস্থানীয় নীতি গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করছে। এতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ছাড়াও শিল্প ও বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার মোহাম্মদ গারগাস, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইগর মরগুলভ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বসন্ত সেনানায়েকেসহ গুরুত্বপূর্ণ অনেক বিদেশি অতিথি এতে অংশ নেবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রাইসিনা সংলাপে অংশ নেয়ার পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠক করতে পারেন।
খবর৭১/জি: