আবু বক্কর সিদ্দিক, জেলা প্রতিনিধি গাইবান্ধাঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউপি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জানা যায়, আইনী জটিলতার কারণে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগের জাকির হোসেন, বিএনপি’র আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী শামছুল হুদা, দ্বিনেশ চন্দ্র রায়, সেলিম আহমেদ তুলিপ ও জয়নুল আবেদীন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৫ জন। এর মধ্যে মহিলা ১০ হাজার ৭৮ জন ও পুরুষ ৯ হাজার ৯শ’ ২৭ জন। ভোট গ্রহণের জন্য ৯টি ভোট কেন্দ্র ও ৫৫টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রগুলোতে আইন-শৃংখলা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
খবর৭১/ ই: