হানিমুনের লাভি-ডাভি শেয়ার করে আলোচনায় ভারতী

0
473

খবর ৭১:গত ৩ ডিসেম্বর দীর্ঘদিনের বন্ধু হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন টেলিভিশনের ‘কমেডি কুইন’ ভারতী সিংহ।

বিয়ের পুল পার্টি থেকে শুরু করে মেহেন্দি, সাতপাক থেকে যজ্ঞ— সবই ভারতের গোয়ায় সেলিব্রেট করেছেন টেলিভিশন তারকা। বিয়ের পর গোয়ায় বেশ কিছু দিন ছুটিও কাটিয়েছিলেন হর্ষ-ভারতী।

তবে সেই ছুটি কিন্তু হানিমুন নয়। কারণ সম্প্রতি বড়দিন ও নিউ ইয়ারকে উপলক্ষ্য করে নবদম্পতি উড়ে গেছেন দুবাইয়ে। সেখান থেকে স্পেন, বার্সালোনা, ফ্রান্স ও রোমে বেড়াতে যাবেন তারা। প্রায় এক মাস ধরে নাকি চলবে তাদের এ হানিমুন পর্ব।

এদিকে হানিমুন পর্ব যে জমে খির হয়ে গেছে,  সে রকমই বোঝা যাচ্ছে হর্ষ ও ভারতীর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবির বদৌলতে।

দুজনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাদের এ হানিমুনের ছবি। বড়দিন উপলক্ষ্যে সান্তার টুপি মাথায় দিয়ে ঘোরাঘুরি তো ছিলই, কখনও আবার স্ত্রীকে জড়িয়ে সেলফি- এমনকি  তাদের ‘লাভি-ডাভি’ ছবিও শেয়ার করেছেন হর্ষ। আর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। হাসিখুশি এ সেলিব্রেটি কাপলকে শুভকামনা জানাচ্ছেন তাদের ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

খবর ৭১/ ই :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here