কাজী শাহ্ আলম,হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ফকিরপাড়া এলাকা থেকে নয়ন মিয়া(১৮) ও হযরত আলী (১৯) নামের দুই শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, রংপুর পীরগাছা উপজেলার আদম সরকার পাড়া এলাকার তাজুল ইসলাম ও সাইদুর রহমানের পুত্র গ্রেফতারকৃত দুই শিবির কর্মী পরানবাড়ী এতিমখানা লিল্লাহবডিংএর নামে মঙ্গলবার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ফকিরপাড়া প্রত্যন্ত এলাকা থেকে বাড়ী বাড়ী ঘুরে অর্থ আদায় করছিল। এসময় এলাকাবাসী থানায় খবর দিলে এস আই সুকুমার বর্মন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে উক্ত দুই শিবির কর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে এই মর্মে থানায় একটি মামলা রুজু করে গ্রেফতার কৃতদেরকে আদালতে সোর্পদ্দ করা হয়েচে থানা অফিসার ইনচার্জ শামীম হোসেন সরদার নিশ্চিত করেছেন।
খবর ৭১/ ই: