নিরব-ঋদ্ধির একত্রে তিন বছর

0
474

খবর ৭১:চিত্রনায়ক নিরব ও ঋদ্ধির আজ তৃতীয় বিবাহবার্ষিকী। নিরব ও তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ঋদ্ধির সঙ্গে নিরবের মন দেওয়া-নেওয়া চলে প্রায় নয় মাস ধরে। এরপরই দুজনে গাঁটছাড়া বাঁধেন।ঋদ্ধি একদিন নিরবের অটোগ্রাফ নিতে এসেছিলেন। এরপর ভক্ত হিসেবে নিরবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ঋদ্ধি। ধীরে ধীরে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। এরপর তা গড়ায় প্রেমে। বিয়ের মধ্য দিয়ে নিরব ও ঋদ্ধির প্রেমের সফল সমাপ্তি ঘটে। ঋদ্ধিদি নাজপুরের মেয়ে। এমএ তাহের চৌধুরী ও মুর্শিদা আকতারের একমাত্র কন্যাসন্তান।

চলতি বছরের মে মাসে নিরব-ঋদ্ধি মেয়ে সন্তানের বাবা-মা হন। তৃতীয় বছরের পদার্পনটা নিরবের জন্য লাকিও বটে। কেননা  বিয়ের তৃতীয় বছর স্পর্শের পূর্ব মুহূর্তে মুক্তি পায় গেইম রিটার্নস ছবিটি। দীর্ঘদিন পর নিরব ছবিটিতে সফলতা পান।

বিয়ের পরপর নিরবের ‘গেইম’ ছবিটি মুক্তি পেয়েছিল। সেটা তেমনভাবে সাড়া না ফেললেও গেইম রিটার্নস নিরবের ক্যারিয়ারের জন্য টার্নিং ছিল।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here