ছাতকে কলেজ ছাত্রীর আত্মহত্যা

0
330

ছাতক প্রতিনিধি ঃ
ছাতকে গলায় ফাঁস লাগিয়ে মার্জিয়া বেগম জলি (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বসত ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। মার্জিয়া বেগম জলি পৌরসভার ৬নং ওয়ার্ডের উপজেলা পরিষদের আবাসিক এলাকার বসবাসরত রং মিস্তিরী বাবুল মিয়া ও উপজেলা কৃষি অফিসের কর্মচারী রুনা বেগমের কন্যা। জলি ছাতক ডিগ্রী অনার্স কলেজের ২য় বর্ষের ছাত্রী। সোমবার দুপুরে পুলিশ মার্জিয়া বেগম জলির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরন করে। দুপুরে নিজ কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ করে তীরের সাথে ওড়না পেছিয়ে সে আত্মহত্যা করে। পরিবারে লোকজন গলায় ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ছাতক উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার দুলন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আতিকুর রহমান জানান, কলেজ ছাত্রীর মৃত্যু রহস্যজনক। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here