ছাতক প্রতিনিধি :
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। স্বাস্থ্যসেবা জনগণের আরো কাছে পৌঁছে দিতে সরকার প্রতিটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এতে গ্রামের সাধারন মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে দোরগোড়ায়। সোমবার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে একটি নতুন কমিউনিটি ক্লিনিক উদ্বেধনকালে এমপি মানিক আরো বলেন ১৯৯৮ সালে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে কমিউনিটি ক্লিনিক নির্মান করার উদ্যোগ নেয় আওয়ামী সরকার। ২০০১ সালে বিএনপি-জোট সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম বন্ধ করে দেয়। বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক কার্যক্রম পুনরায় চালু করেছে। আওয়ামীলীগ নেতা আব্দুস ছত্তারের সভাপতিত্বে এবং আছকির মিয়া ও আব্দুস শহীদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী ডাঃ একেএম বদরুল ইসলাম, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ শর্মা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হুসেন। এ সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাফি আহমদ রিংকু, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক মিয়া, ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা নিয়ামাত আলী. জাহেদ হুসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ ই: