রাশিয়ায় সড়ক ছেড়ে আন্ডারপাসে বাস, নিহত ৫

0
367

খবর৭১: রাশিয়ার মস্কোতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আন্ডারপাসে ঢুকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় সময় সোমবার দুপুরে দক্ষিণ মস্কোর কুটজোভস্কি অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নির্ধারিত রুটেই চলছিল। হঠাৎ বাসটির গতি বেড়ে যাওয়ায় সেটি ফুটপাত পার হয়ে আন্ডারপাসে ঢুকে পড়ে। এতে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হন। তবে দুর্ঘটনায় হতাহতদের মধ্যে কোনো বাসের যাত্রী নেই। দুর্ঘটনার পর বাসচালককে আটক করা হয়েছে।

দুর্ঘটনার পর মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টুইটা বার্তায় জানিয়েছেন, নিহত ও আহতদের কাছে জরুরিসেবা সরবরাহ করা হচ্ছে।

একটি ভিডিওতে দেখা গেছে, রাজধানীর ব্যস্ততম রাস্তায় দ্রুতগতিতে চলার সময় হঠাৎ বাসটির গতিপথ পরিবর্তন করা হয়।
খবর৭১/জি;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here