শার্শার লক্ষনপুর কলেজিয়েট মাঠে সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
440

জাহিরুল ইসলাম মিলন, যশোর জেলা প্রতিনিধিঃ শার্শার লক্ষনপুর কলেজিয়েট মাঠে সোমবার ২৫ শে ডিসেম্বর বিকাল ৫ টার সময় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম(আসাফো)এর ত্রি-বার্ষিক সম্মেলনে লক্ষনপুর ইউনিয়নের সভাপতি মোঃ হানেফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন,শার্শার মানুস এখন আর মিথ্যা স¦প্ন দেখানো নেতাকে পছন্দ করে না। আগামী ২০১৯ সালের নির্বাচন হবে আওয়ামী সাংস্কৃতি জোটের একটি যুদ্ধ। আজকের যারা নেতা হবে তারা আগামীদিনের শার্শার মানুষের সুখে দুঃখে পাশে থাকবে।একজন বাঙ্গালি হিসাবে এই কারনে আমি গর্ববোধ করি শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন।আজ সংসদ সদস্যর জন্য শার্শাবাসী ঘরে ঘরে কোন্দল,তার কারনে আজ শার্শা বাসী আতংকিত।আমি থাকতে শার্শার মাটিতে কোন নেতাকর্মীদেরকে নির্যাতিত হতে দিব না,আমি সব সময় আপনাদের পাশে আছি ও থাকবো।তিনি লক্ষনপুর ইউনিয়ন বাসিকে আগামী নিবার্চনে আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক,যশোর জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মান্নান মিন্নু, বেনাপোল পৌর আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত)আহবায়ক আহসান উল্লাহ মাস্টার,শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম,শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা,শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন বাবলু,শার্শা উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আযম,যুগ্ম সম্পাদক ফজলুল হক বকুল,দপ্তর সম্পাদক আজিবার রহমান,২নং লক্ষনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন শান্তি,যুব ও ক্রীড়া সম্পাদক কবীর উদ্দীন তোতা,শার্শা উপজেলা সাংস্কৃতিক ফোরামের আহবায়ক এমদাদুল হক বকুল,শার্শা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ সাইদুজ্জামান বিটন,বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহাবুদ্দীন মন্টু,কাউন্সিলর মিজানুর রহমান,কাউন্সিলর রাশেদ্জ্জুামান রাশেদ,শারমিন আক্তার,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন,সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান লিটন,নাসির হোসেন,রাশেদ খাঁন মেনন,জিল্লুর রহমান,দপ্তর সম্পাদক আরিফুর রহমান আরিফ,সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম,পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসাদ্জুামান তনি,বাপ্পী প্রমুখ।
এসময় প্রধান অতিথি’র উপস্থিতিতে আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরামের(আসাফো)শার্শার লক্ষনপুর ইউনিয়নের আসাফোর বার্ষিক সম্মেলনের ৫২ সদস্য বিশিষ্ট নবগঠিত মুল কমিটির সভাপতি ডাঃ মোঃ আয়ুব হোসেন,সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ আলী।ঘোষনা করেন,উপজেলা সাংস্কৃতিক ফোরামের আহবায়ক এমদাদুল হক বকুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here