ইবির আইন ও শরীয়াহ অনুষদের নতুন ডিন ড. রেবা মন্ডল

0
399

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ও শরীয়াহ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডল। তিনি সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. নুরুন নাহার এর স্থলাভিষিক্ত হলেন। আগামী ২ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় আইন ও শরীয়াহ অনুষদের কনফারেন্স রুমে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. নুরুন নাহার, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল ইসলাম, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এ কে এম নূরুল ইসলাম, প্রফেসর ড. আকরাম হোসাইন মজুমদার ও প্রফেসর ড. শাহজাহান মন্ডল প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here