বেনাপোলে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্যসহ আটক-১

0
349

 

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল বাজার এলাকা থেকে বিপুল পরিমানের জামদানি ও বেনারশি শাড়িসহ আরিফুল ইসলাম(৩৫) নামের এক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) সদস্যরা। আটককৃত আরিফুল নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার দক্ষিণ রুপসী গ্রামের আবু সাঈদ এর ছেলে।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে থেকে এ পণ্যগুলো আটক করা হয়েছে বলে জানালেন বিজিবি সদস্যরা।

এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর ২০১৭ তারিখ, আনুমানিক ৫ ঘটিকার সময় অত্র ব্যাটালিয়নের নায়েব সুবেদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ টহল দল বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে থেকে ভারতীয় বিপুল পরিমাণ জামদানি ও বেনারশি শাড়ীসহ তাকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here