আক্কেলপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার!

0
415
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পশ্চিম হাস্তাবসন্তপুর এলাকায় কল্পনা খাতুন (২৩) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে নিজ ঘর থেকে কল্পনার মরদেহ উদ্ধার করা হয়। কল্পনা ওই উপজেলার পশ্চিম হাস্তাবসন্তপুর এলাকার লতিফ হোসেনের স্ত্রী। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রবিবার সকালে কল্পনার স্বামী লতিফ বাজারে গেলে তার স্ত্রী নিজ ঘরের দরজা বন্ধ করে দেয়। বাজার থেকে এসে দরজায় ধাক্কা দিলে কোনো
সাড়া না পেয়ে লতিফ তার ঘরের চালার টিন সরিয়ে ভেতরে প্রবেশ করে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। প্রতক্ষ্যদর্শীরা বলেন, লতিফ চিৎকার করলে এলাকাবাসী এসে কল্পনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর সে বিষয়ে নিশ্চিত করা যাবে বলে ওসি জানান।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here