ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২শ’

0
357
খবর ৭১:ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে এ পর্যন্ত প্রায় ২শ’ লোক প্রাণ হারিয়েছেন।দ্বীপরাষ্ট্রটির দ্বিতীয় বৃহত্তম মিন্দানাও দ্বীপে ঝড়টি আঘাত হানে।ঝড়ের কারণে ব্যাপক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের আঘাতে কয়েকটি শহর লণ্ডভণ্ড হয়ে গেছে।
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেমবিন শুক্রবার মিন্দানাও দ্বীপের ওপর দিয়ে বয়ে গেছে। এখানে দুই কোটি লোকের বাস। ঝড়টি ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে বয়ে যায় এবং এর প্রভাবে প্রবল বর্ষণের সৃষ্টি হয়। এর ফলে একটি পাহাড়ের পাদদেশের একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই এলাকায় ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে।
পুলিশ জানায়, প্রাকৃতিক দুর্যোগে ১৪৪ জন নিখোঁজ রয়েছে। এছাড়াও ৪০ হাজারের বেশি লোক আশ্রয় শিবিরে অবস্থান করছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) জানিয়েছে, ঝড়ের কারণে এখন পর্যন্ত মোট ৭০ হাজার লোক গৃহহীন হয়েছেন।
অব্যাহত ভারী বর্ষণের কারণে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
আইএফআরসি’র ফিলিপাইনস অপারেশন অ্যান্ড প্রোগ্রামস ম্যানেজার প্যাট্রিক ইলিওট এক বিবৃতিতে বলেন, ‘মানুষ তাদের ঘরবাড়ি ফেলে জীবন বাঁচাতে পালিয়ে গেছে।’
ফিলিপাইনে প্রতি বছর বেশ কয়েকটি বড় ধরনের ঝড় আঘাত হানে। তবে মিন্দানাওয়ে খুব একটা ঝড় দেখা যায় না।
স্থানীয় পুলিশ জানায়, ঝড়ের কারণে মিন্দানাওয়ের উত্তরাঞ্চলে ১৩৫ জন নিহত ও ৭২ জন নিখোঁজ হয়েছে।
জাম্বায়াঙ্গার পশ্চিমাঞ্চলে ঝড়ের আঘাতে ৪৭ জনের প্রাণহানি ও ৭২ জন নিখোঁজ হয়েছে।
দ্বীপটির মধ্যাঞ্চলে লানাও ডেল সুর প্রদেশে ঝড়ের আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here