খবর ৭১:রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকালে মায়ের কোল থেকে শিশু আরাফাতের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মূল আসামি রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।
ছয় বছর বয়সী অসুস্থ এক ছেলেকে চিকিৎসা করাতে শরীয়তপুর থেকে গত সোমবার ভোরে লঞ্চযোগে ঢাকায় আসেন আকলিমা ও শাহ আলম দম্পতি।
ভোরে দয়াগঞ্জ ঢালে শিশুটির মা ছিনতাইয়ের কবলে পড়েন। এ সময় আকলিমার কোল থেকে পড়ে মারা যায় তার অপর ৯ মাস বয়সী ছেলে আরাফাত।
ওই দিনই শিশু আরাফাতের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়।
খবর ৭১/ ই: