চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

0
336

পাবনা প্রতিনিধি:
পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫২) মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুয়াখড়া ষ্টেশনের অদূরে চাঁদামারা নামক স্থানে এ ঘটনা ঘটে। তার পরনে চেক লুঙ্গি ও সাদা সোয়েটার ছিল। নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে অজ্ঞাতনামা ওই ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে চাটমোহর দমকল বাহিনীর সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here