সাজু সরকার। কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় পৃথক স্থান থেকে এক হিজরাসহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গেল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি ও নিশ্চিন্তপুর থেকে চোলাইমদ ও গাঁজাসহ তাদের আটক করা হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, রাতে মহাসড়কের কোটবাড়ি ফুটওভার ব্রীজের নিচে এক হিজরা ও একজন যুবককে সন্দেহজনক ভাবে গুড়াফেরা করতে দেখে তাদের সাথে থাকা বেগ তল্লাশী করে পুলিশ। এসময় তাদের ব্যাগে থাকা ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এঘটনায় আটকৃত ফয়সাল ও জসিম উদ্দিন বৈশাখি( হিজরা) জেলার চান্দিনা উপজেলার জামিরাপাড়া এলাকার বাসিন্দা।
এদিকে মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন নিশ্চিন্তপুর সুজন সিএনজি পাম্পের সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
খবর৭১/এস: