রায়ের পর মোদিকেই দায়ী করলেন লালুপ্রসাদ

0
374

খবর৭১:পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর টুইটারে প্রতিক্রিয়া দিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। রাঁচির সিবিআই আদালতে রায়ের পরই বিজেপির ষড়যন্ত্রের ইঙ্গিত করেছেন তিনি।

আরজেডি সুপ্রিমোর সুরেই একই দাবি করেছেন দলের নেতারা।
লালুপ্রসাদ টুইটারে লিখেছেন, ‘সত্য অনেক সময় মিথ্যা হয়ে যায়। অপপ্রচারের কারণে অর্ধ সত্যও সত্য হয়ে যেতে পারে। তা সত্ত্বেও ঘৃণাকে হারানো সম্ভব। সত্যের জয় হবেই। বিশ্বের অর্ধেক জায়গা বিচরণ করতে পারে মিথ্যা।

তিনি আরো লিখেছেন, ‘বিজেপি খুবই চালাক দল। ওরা নিজেদের অপপ্রচার ঢাকতে এবং ভোট পেতে বিরোধী শিবিরের নেতাদের হয়রানির রাজনীতি করে। এমন খেলা খেলেই থাকে ওরা।


শুধু তাই নয়, জাতপাতের রাজনীতিও উস্কে দিয়েছেন লালুপ্রসাদ যাদব। তাঁর কথায়, ‘প্রভাবশালী শ্রেণি সমাজকে বিভক্ত করার চেষ্টা করে। যখনই নিচুতলার কেউ অসাম্যর বিরুদ্ধে কথা বলে, তখনই তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ‘ নেলসন ম্যান্ডেলা, মার্টিন কিং লুথার, বাবা সাহেব আম্বেদকরের তুলনাও টেনেছেন আরজেডি সুপ্রিমো।

তিনি লিখেছেন, ‘নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, বাবা সাহেব আম্বেদকররা ব্যর্থ হলে, ইতিহাসে তাঁরা খলনায়ক হতেন। তাঁরা অবশ্য এখনো বৈষম্যকারীদের কাছে খলনায়ক। ‘ সূত্র: ইন্টারনেট
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here