খবর৭১: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো নোটিশের বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করা হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ তথ্য জানিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে খালেদা জিয়া ও তার পরিবারের অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, নিশ্চই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমাণ করা যাবে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশ আইনিভাবেই মোকাবিলা করা হবে।’
খবর৭১/জি: