খবর৭১: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আনা একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের এই খসড়া প্রস্তাবে সাড়া দিয়েছে উত্তর কোরিয়ার মিত্র হিসেবে পরিচিত চীন এবং রাশিয়াও।
উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরেই আনা হয় এ প্রস্তাব। এবার আঘাত আনা হয়েছে দেশটির লাইফ লাইনের ওপর। দেশটির প্রায় ৯০ শতাংশ পেট্রোলিয়াম আমদানি বন্ধের ঘোষণা দেয়া হয়েছে শুক্রবারের বৈঠকে।
নিষেধাজ্ঞার ফলে পিয়ংইয়ং এখন থেকে বছরে মাত্র পাঁচ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি আমদানি করতে পারবে। অপরিশোধিত তেল রফতানির ওপরও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এখন থেকে দেশটি বছরে সর্বোচ্চ ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করতে পারবে। বৈদ্যুতিক সামগ্রী রফতানি নিষিদ্ধ করা হয়েছে।
নিরাপত্তা পরিষদের ১০ম এই নিষেধাজ্ঞা আরোপের পরেও পিয়ংইয়ংকে তাদের পরমাণু অস্ত্র পরীক্ষা থেকে বিরত রাখা যাবে কিনা সে প্রশ্নও উঠেছিল আলোচনায়। তারপরেও সর্বসম্মতিক্রমেই অতীতের তুলনায় আরো কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব পাশ হয়েছে।
খবর৭১/জি: