দেশের খবরপ্রধান খবর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ By Babul Khondoker - December 23, 2017 10:33 am 0 337 Share on Facebook Tweet on Twitter খবর ৭১: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষনিক নাম-পরিচয় পাওয়া যায়নি।