সুন্দরগঞ্জে ইটভাটা স্থাপণের মহোৎসব: হুমকীর মূখে পরিবেশ

0
423

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
পরিবেশবাদী দপ্তরকে ভূল বুঝিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে অবাধে চলছে ইটভাটা স্থাপণের মহোৎসব। এতে একদিকে যেমন হুমকীর মূখে পড়ছে পরিবেশের ভারসাম্য।অন্যদিকে তেমনি উজার হচ্ছে ফসলী জমি, বাঁশঝাঁড়সহ বণজ সম্পদ। ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে জনগুরুত্বপূর্ণ রক্ষাকারী চলালের রাস্তাগুলো।
তথ্যানুসন্ধানে জানা যায়, এবছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নতুন করে ১৬ টি ইটভাটা স্থাপনের মহোৎসব চলছে। এর আগে ছিল ১৫টি। যা বিগত দিনের চেয়ে আরো বেশি। এব্যাপারে চলতি মাসে উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভায় এনিয়ে ব্যাপকভাবে আলোচনা করা হয়। কিন্তু, পরিবেশ অধিদপ্তরের অনুমতির ব্যাপার রয়েছে বলে এ বিষয়ে তেমন ভূমিকা গ্রহণে স্থানীয় প্রশাসনের পক্ষে কিছুটা জটিলতা রয়েছে। স্থানীয়রা জানান, তেফসলী জমিতে ইটভাটা স্থাপন, একই ধরনের ফসলী জমি কেঁটে মাটি সংগ্রহ ও সংগৃহীত মাটি আনা-নেয়ার ক্ষেত্রে বিনষ্ট করা হচ্ছে জন গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষাকারী চলাচলের রাস্তা। এছাড়া, বাঁশঝাঁড়সহ বণজ গাছ-পালা উজার করে তা ঐসব ইটভাটায় জ্বালানীর কাজে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণির প্রভাবশালী, কুচক্রি ও স্বার্থান্বেশী মহল পরিবেশ অধিদপ্তরকে ভুল বুঝিয়ে এসব ইটভাটা স্থাপনের অনুমতি নিলেও প্রকৃতপক্ষে পরিবেশ অধিদপ্তর এসব স্থাপিত ইটভাটা এলাকায় এসে সরেজমিন পরিদর্শন করে এসব ইটভাটা বাতিল করার দাবী জানান। স্থানীয় পর্যায়ের সকল শ্রেণিপেশার মানুষের দাবী এসব ইটভাটা স্থাপনের অনুমতি বাতিল পূর্বক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সহায়ক ভূমিকা গ্রহণ করা দরকার।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here