নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

0
339

ছাফওয়ান নাঈম, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর ১৭) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আব্দুর রশিদ’র সভাপতিত্বে নোবিপ্রবি শিক্ষক
সমিতি-২০১৮ যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনারবৃন্দ এক সভায় মিলিত হন।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ফিম্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওশানোগ্রাফি বিভাগের সহকারি অধ্যাপক এম গোলাম মোস্তফা।

প্রার্থীত পদসমুহে একের অধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন ২১ ডিসেম্বর বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠানের প্রয়োজনীয়তা মনে করেনি।

এ কমিটির অন্যান্য পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি এগ্রিকালচার বিভাগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী মোঃ মহসীন, যুগ্ম সাধারণ স¤পাদক ফিমস বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ আই আই টি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভুঁইয়া, প্রচার সম্পাদক ইএসডিএম বিভাগের তনুজা বড়ুয়া, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম। এছাড়া সদস্য পদে সিএসটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদ আক্তার, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আফসানা মৌসুমী, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক নূরের ছফা ইস্কান্দার শাহজাদা, বিএলডব্লিউএস বিভাগের প্রভাষক এইচ এম মুস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here