রসিকের নতুন মেয়র মোস্তফা

0
447

খবর ৭১: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ১,৬০,৪৮৯ ভোট পেয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২,৪০০ ভোট। আর ধানের শীষ প্রতীকে কাওছার জামান বাবলা পেয়েছেন ৩৫,১৩৬ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলনের এটি এম গোলাম মোস্তফা বাবু হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪,০০৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী এইচ এম আসিফ শাহরিয়ার হাতি প্রতীক নিয়ে ২,৩১৯, বাসদ ও সিপিবির আব্দুল কুদ্দুস মই প্রতীক নিয়ে ১,২৬২ এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম আক্তার আম প্রতীক নিয়ে পেয়েছেন ৮১১ ভোট।

বৃহস্পতিবার (২১ ডিসম্বের) রাত ১২টর দিকে রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।

রসিক নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে শুধু ২৫ নম্বর ওয়ার্ডের বেগম রোকেয়া সরকারি কলেজের কেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দিয়েছেন ভোটাররা। ওই ভোট কেন্দ্রের ফলাফল ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টার মধ্যেই পাওয়া যায়। এতে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান লাঙল প্রতীক নিয়ে ৬৭৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ পান ৩৩৪ ভোট। আর বিএনপির প্রার্থী কাওসার জামান পান ১১৭ ভোট।

রংপুর সিটি করপোশনে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট গ্রহণ হয়। এ সিটি করপোরেশনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। ১৯৩ কেন্দ্রে ২ লাখ ৯২ হাজার ৭২৩ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ৭৪ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসম্বের) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার পর শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here