খালেদা জিয়ার মামলা নিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

0
444

খবর ৭১: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে দেশে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্ধোধন ও সুধি সমাবেশে এ কথা বলেন। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্টমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মামলা নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হলে পুলিশ বাহিনী তা প্রতিহত করবে। আইন শৃংখলা বাহিনী দেশের শান্তি শৃংখলা রক্ষার কাজে সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে। তিনি নিষ্ঠার সাথে পুলিশ সদস্যদের কাজ করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here