হাবিব একজন চিটার: তিশা

0
527

খবর৭১: অনেক দিন ধরেই হাবিব আর তিশা প্রেম করে আসছিলেন। হাবিবের সাবেক স্ত্রী রেহান তার সঙ্গে হাবিবের সংসার ভাঙ্গার বিষয়ে তিশাকেই দায়ী করে আসছিলেন। আর এটা সত্যি প্রমাণিত হয়েছে।

কারণ জানা গেছে সত্যিই হাবিবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তানজিন তিশার। আর যখন এমন সংবাদটা পাওয়া গেল তখন নাকি তিশার সঙ্গেও ব্রেকআপ হয়ে গেছে হাবিবের।

এ প্রসঙ্গে তিশা বলেন, হাবিব-রেহানের সংসার ভাঙার বিষয়টি তাদের ব্যক্তিগত। এই বিষয়ে নিশ্চয় হাবিব কথা বলে বিস্তারিত জানাবেন। হাবিবের মুখের দিকে চেয়ে আমি অনেক কথা বলতে পারিনি। বিষয়টি নিয়ে হাবিবের কাছ থেকেই বিস্তারিত জেনে নিন। আর তাকে আমি বিশ্বাস করেছিলাম। সে যদি আমার বিশ্বাস ভেঙ্গে থাকে। তাহলে সে একটা চিটার। এমনটি বলেন শীর্ষ স্থানীয় পত্রিকার একটি ভিডিও স্বাক্ষাতকারে।

বিগত তিন মাস ধরেই হাবিবের সঙ্গে যোগাযোগ নেই উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, হাবিবের সঙ্গে সম্পর্কটি নিয়ে সবার কাছে আমাকে নানাভাবে বিব্রত হতে হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here