উকিল নোটিশ প্রত্যাহার না করলে খালেদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

0
529

খবর ৭১:উকিল নোটিশ প্রত্যাহার না করলে খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ।

আজ বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ প্রত্যাহার না করলে, খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি দেশে-বিদেশে ফলাও করে প্রচার হচ্ছে। দুর্নীতির মামলায় তাদের বিরুদ্ধে শুনানি চলছে-ঠিক এই সময়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে পেয়েছেন কি না-এ প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, উকিল নোটিশ এখনো আমাদের কাছে আসেনি। গণমাধ্যম থেকে আমরা নোটিশের বিষয়টি জেনেছি। নোটিশ পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমাদের কাছে অবশ্যই তথ্য–প্রমাণ আছে। তা ছাড়া বিভিন্ন অনলাইনে এ বিষয়টি প্রকাশিত হয়েছে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here