ছাতকে পৌরসভার উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
336

হাবিবুর রহমান নাছির ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ছাতক বহুমুখী মডেল হাইস্কুল প্রাঙ্গনে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত প্রেমী হাজারো শ্রোতার উপস্থিতি ঘটে। ঢাকা থেকে আগত কণ্ঠশিল্পী বাবলী ও সিলেটের পপির সুরের মুর্ছনায় মুগ্ধ করে তোলে উপস্থিত শ্রোতাদের। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের নিয়মিত শিল্পীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন। এর আগে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে বলেই বাঙ্গালী জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন ভু-খন্ডে বসবাস করতে পারছে। বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা। তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় উন্নয়নের নেত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংঙ্গালী জাতি এখন ঐক্যবদ্ধ। অভিষ্ঠ লক্ষ্যে পৌছা এখন শুধু সময়ের ব্যাপার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন। পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কল্যাণব্রত দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, পৌরসভার সচিব মাহমুদ আলম মামুন। এ সময় ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর লিয়াতক আলী, দিলোয়ার হোসেন, ধন মিয়া, নওশাদ মিয়া, সুদীপ দে, আছাব মিয়াসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী মৃদুল দাস, সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী রিফাত তাসমিন প্রভা ও শিমুল দত্ত ময়না।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here