প্রেসক্রিপশনে শৌচাগারের উপকারিতা লিখছেন ডাক্তার

0
401

খবর ৭১:রোগীর স্বাস্থ্য পরীক্ষার পরে প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখে দেয়ার সঙ্গে শৌচালয়ের গুরুত্বও লিখে দিচ্ছেন চিকিৎসকরা। খোলা মাঠে মলমূত্র ত্যাগ বন্ধ করতে এই পথই বেছে নিয়েছে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীর মস্তিষ্কপ্রসূত এই ব্যবস্থায় জেলার সব হাসপাতাল ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চিকিৎসকরা রোগীদের শৌচালয় সম্পর্কে সচেতন করছেন।

২০১৬ থেকে প্রশাসন দক্ষিণ দিনাজপুরের মানুষকে সচেতন করার পরেও জেলার ৫০ হাজারের বেশি মানুষ এখনও খোলা মাঠে মলমূত্র ত্যাগ করেন বলে জানা গিয়েছে। খবর এবেলা ডট কমের।

এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক শরদকুমার দ্বিবেদী জানিয়েছেন যে, সাধারণ মানুষ এখনও চিকিৎসকদের কথা শোনেন। তাই চিকিৎসকদের কথা তারা ফেলতে পারবেন না বলে, তাদের দিয়েই মানুষকে সচেতন করাচ্ছে প্রশাসন। খোলা জায়গায় শৌচকর্ম করলে কী কী রোগে আক্রান্ত হতে পারে মানুষ, সেই বিষয়ে তাই ক্রমাগত সচেতন করে চলেছেন চিকিৎসকরা।

জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা সুকুমার দে জানিয়েছেন যে, ইতোমধ্যেই শৌচাগার রয়েছে কি না রোগীদের কাছ থেকে তা শুনে প্রেসক্রিপশনে লিখে দেয়ার কাজ শুরু হয়েছে সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। সেই ঙ্গে চিকিৎসকরা রোগীদের এ কথাও বোঝাচ্ছেন, বাড়িতে শৌচাগার না থাকলে ডায়েরিয়া ও পেটের অসুখসহ আরও কী কী রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here