ফিলিপ হিউজের নামে সেতু

0
450

খবর৭১:বাউন্সারের আঘাতে অকাল মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ান জাতীয় দলের ক্রিকেটার ফিলিপ হিউজের। ২০১৪ সালে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে বাউন্সারের আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অবশেষে ২৭ বছর বয়সেই না ফেরার দেশে চলে যান অসি এই সম্ভাবনাময়ী ওপেনার।

অসি এই ক্রিকেটারকে স্মরণীয় করে রাখতে, তার জন্ম স্থান ম্যাক্সভিলের স্থানীয় প্রশাসন, সেখানকার সবচেয়ে বড় ও জনপ্রিয় সেতুর নাম রাখতে যাচ্ছে। নিউ সাউথ ওয়েলসের প্যাসিফিক হাইওয়ে সেতুর নাম ‘দ্যা ফিলিপ হিউজ ব্রিজ’ নামে রাখার ঘোষণা দিয়েছেন সেখানকার মন্ত্রী মেলিন্ডা পাভেয়।

বার্ষিক এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এমন ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ‘ম্যাক্সভিলের তরুণদের কাছে হিউজ আদর্শ। তার মৃত্যু অস্ট্রেলিয়ার ক্রিকেট ও ভক্তদের খুব বেশি কষ্ট দিয়েছিল। সময়ের আগেই সে চলে গেছে। তার স্মরণে আমরা এটুকু তো করতেই পারি।’

মেলিন্ডা পাভেয়’র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।অবশ্য এর আগেই ফিলিপ হিউজের স্মরণে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নামফলক বসানো হয়েছে।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here