পাইকগাছায় শিবসা নদী এখন মরা খাল॥ দ্রুত খননের দাবি

0
331

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
এক কালের প্রবহমান শিবসা নদী আজ মৃত্যু প্রায়। ফলে পৌরসভা সহ পার্শ্ববতী এলাকা চরম ঝুঁকির মধ্যে পড়েছে। কালের বিবর্তনে নদীটি ভরাট হওয়ায় দু’পাড়ে জেড়ে উঠেছে বিশাল বিশাল চর। যা একের পর এক দখল করে নিচ্ছে ভূমি দস্যুরা। হারিয়ে যাচ্ছে শিবসার অতীত, ঐতিহ্য।
শিবসা ও কপোতাক্ষ নদের কোল ঘেষে অবস্থিত পাইকগাছা উপজেলা। যার প্রাণ কেন্দ্রে অবস্থিত পাইকগাছা পৌরসভা। খুলনা জেলার পাইকগাছা পৌরসভার শিববাটী ব্রীজ এলাকা থেকে প্রায় ৪/৫ কিঃ মিঃ দ্রুত ভরাট হয়ে যাচ্ছে। ভাটার সময় নদীর কোন কোন স্থানে থাকে না এতটুকু পানি মাত্র। ভরা জোয়ারে কিছু কিছু ইঞ্জিনচালিত নৌকা চলতে দেখা যায়। অথচ দু’দশ বছর পূর্বে এ নদীতে সব সময় চলতো অসংখ্যা নৌকা, লঞ্চ , স্টিমার। ইঞ্জিন না থাকলেও পাল তোলা নৌকায় বসে মাঝিরা চলতো তাদের গন্তব্যে। এ নদী ছিল অনেকের জীবন-জীবিকার বড় রকমের উৎস। যার মধ্যে মাছ শিকার, খেয়াঘাট পারাপার, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত, কিংবা নৌভ্রমণ। যা আজ শুধুমাত্র কালের সাক্ষী হয়ে আছে। এলাকা ঘুরে দেখা গেছে, বিশাল এলাকা জুড়ে নতুন নতুন চর জেগে উঠেছে। যা দখলের পর দখল হয়ে যাচ্ছে। জেগে উঠা চরের কোথাও কোথাও লাগানো হয়েছে কেওড়া, উড়া ও গোলপাতা গাছ। এদিকে জবর দখলের ফলে নতুন নতুনভাবে ভরাটের প্রবণাতা বেশি দেখা দিয়েছে। যে কারনে ক্রমেই সংকীর্ণ হচ্ছে নদীর আয়তন। পৌরসভার প্রাণ কেন্দ্র দিয়ে বয়ে যাওয়া শিবসার এককূলে শহর রক্ষা বাঁধ নেই। নদীর বুক উচু হওয়ায় জোয়ারের পানি একটু অস্বাভাবিক হলেই পৌরসভার ভেতরে পানি ঢুকে পাবিত হয় বিভিন্ন অঞ্চল। বিভিন্নভাবে খ্যাত এ অঞ্চলের বিখ্যাত মাইকেল মধুসুধন দত্তের কপোতাক্ষ নদের অস্তিত্ব বিলীনের পর এবার বিলীন হচ্ছে ঐতিহ্যখ্যাত শিবসা নদী। এ মুহুর্তে নদীটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কপোতাক্ষ নদের মত করুণ অবস্থার আকারে রুপ নিবে শিবসা নদী। পৌর মেয়র সেলিম জাঙ্গীর বলেন, শিবসা নদী যে ভাবে দ্রুত ভরাট হয়ে যাচ্ছে তা যদি খনন করা না হয় তাহলে পাইকগাছা পৌরবাসী সহ পার্শ্ববর্তী এলাকাবাসী চরম ক্ষতির সম্মুখীন হবে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ হোসেন বলেন, শিবসা নদী খননের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। যেভাবে নদীর তলদেশ ভরাট হচ্ছে তাতে সমতল ভূমি হতে আর বেশি দিন বাকী থাকবে না। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংসদ অধিবেশনে এ ব্যাপারে সংশিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মৃত এই শিবসা নদী দ্রুত খননের দাবিতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here