পাইকগাছায় নবজাতক শিশুকন্যাকে বিক্রি করে ক্লিনিকের টাকা পরিশোধ

0
344

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
একদিকে অভাব ও অন্যদিকে একাধিক কন্যা সন্তানের কারণে নবজাতককে যেতে হলো অন্যের ঘরে। একারণে নবজাতক শিশুকন্যাকে বিক্রি করে ক্লিনিকের পাওনা পরিশোধ করল খুলনার পাইকগাছার এক দম্পত্তি। গত ১২ ডিসেম্বর পাইকগাছা ফারিন হসপিটালে স্মরণখালী গ্রামের দিলিপ সরদারের স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেয়। এর পূর্বে এ পরিবারে আরো ২টি কন্যা সন্তান থাকায় নবজাতকের প্রতি চরম অবহেলা ও অযত্ন দেখা দেয়। এমনকি জন্মের পরেও তাকে বুকের দুধও পর্যন্ত দেয়া হয়নি বলে জানা গেছে। বিষয়টি জানার পর পৌরসভার সরল গ্রামের লক্ষ্মণ সরদারের স্ত্রী কবিতা রাণী সরদার ১৩ ডিসেম্বর সকালে উক্ত হসপিটালে যেয়ে খোঁজ-খবর নিয়ে শিশুটি নেয়ার জন্য আগ্রহ দেখায়। এক পর্যায়ে শিশুটির পিতা-মাতা ক্লিনিকের টাকা পরিশোধের দাবি করে। কবিতা রাণী ক্লিনিক কর্তৃপক্ষের সাথে কথা বলে ৪ হাজার ২শ টাকা পরিশোধ করে শিশু সন্তানটি নিয়ে যায়। এ ব্যাপারে শিশুটির পিতা দিলিপ জানান, অভাবের কারণে শিশুটি বিক্রি করা হয়েছে। লক্ষ্মণ চন্দ্র সরদার জানান, তাদের কোন সন্তান না থাকায় শিশুটিকে তার স্ত্রী কবিতা রাণী সরদার কিনেছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here