দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার কৃতি সন্তান বিশিষ্ট সংগীত বিশারদ এমএ আসগর বেলালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে কাহালুর শেখাহারে ডাঃ মুসা পাঠাগারের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে পাঠাগারের সভাপতি সিরাজুল হক মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সহকারী অধ্যাপক পীযূষ চৌধুরী, ইউপি সদস্য আব্দুর রশিদ মন্ডল, জহুরুল ইসলাম, প্রবীন সাংবাদিক এম, সরওয়ার খান, পাঠাগারের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য মইফুল ইসলাম, আব্দুর রহিম সরকার, কাজল আহমেদ, আলমগীর হোসেন প্রমুখ। শেষে পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
খবর ৭১/ ই: