মগবাজার ফ্লাইওভারে ২ বাসের পাল্লায় প্রাণ গেল শফিকুলের

0
424
 খবর ৭১:রাজধানীর মগবাজার ফ্লাইওভারে দুই বাসের পাল্টাপাল্টিতে প্রাণ হারিয়েছেন শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি।
সোমবার রাতে মগবাজারে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
শফিকুল পরিবার নিয়ে টঙ্গীর চেরাগআলী এলাকায় থাকতেন। সেখান থেকে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের ছেলের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, রাতে সপরিবারে টঙ্গী থেকে বাসে উঠে রাজধানীর মগবাজার ফ্লাইওভারে নামেন শফিকুল।
এ সময় দুটি বাস পাল্লা দিয়ে যাওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান।
 খবর ৭১ / ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here