ঘোড়াঘাটে এক ব্যক্তির লাশ উদ্ধার

0
365

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে মঙ্গলবার সকালে উপজেলার বারপাইকারগড় গ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার বিরাহিমপুর গ্রামের মোতালেব আলী (৫৫) নামের এক ব্যক্তি গত শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে ওয়াজ মাহফিল শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। মঙ্গলবার সকালে বারপাইকারগড়ের কতিপয় লোক লাশটি দেখতে পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশে সংবাদ দেয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, লাশের একটি চক্ষু উপড়ে ফেলেছে হত্যাকারিরা। গ্রামবাসি জানায়, তাকে অনুমান ২-৩ দিন হলো হত্যা করা হয়েছে। লাশের শরীর থেকে দূর্গন্ধ বের হচেছ। এ ছাড়া তাকে অন্যত্র হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে গেছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল জানান, হত্যাকারিরা লাশের উপর ঝোপ জঙ্গল দিয়ে ঢেকে রেখেছিল। তার পকেটে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ঘোড়াঘাট থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে দিনাজপুর মর্গে প্রেরণ করে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here