বড় ও ছোটবোনকে উত্যক্তের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

0
482

হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় উত্যক্তের মামলায় গ্রেফতার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গার পারদুর্গাপুর গ্রামের হাশেম আলীর ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে রকিবুল ইসলাম প্রায় বছর খানিক ধরে আলমডাঙ্গা শহরের কোর্টপাড়ার এক মুক্তিযোদ্ধার কলেজপড়ুয়া মেয়েকে উত্যক্ত করে আসছিলো। উত্যক্তের ঘটনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছুলে প্রায় ৪ মাস আগে ওই মেয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর রকিবুল ইসলাম ওই মেয়ের পিছু ছেড়ে এবার তার কলেজ পড়ুয়া ছোটবোনকে উত্যক্ত করতে শুরু করে। গত ২৮ নভেম্বর ছোটবোন আলমডাঙ্গা ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে গেলে সকলের সামনে তার নাম ধরে চিৎকার করে আপত্তিকর কথাবার্তা বলতে থাকে। এছাড়া বিভিন্ন সময়ে ৩টি ফোন নাম্বার থেকে রিং দিয়ে তাকে অশ্লীলভাষায় কথা বলে। এ ঘটনায় মেয়েটির বাবা বয়ঃবৃদ্ধ মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। সে অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ  রকিবুলকে গ্রেফতার করে। সংবাদ পেয়ে উপস্থিত হন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উত্যক্তকারী রকিবুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here