রক্তের গ্রুপ বলে দেবে অসুস্থতা

0
475

খবর ৭১:বেঁচে থাকার অন্যতম উপাদান রক্ত। শরীরের মোট ওজনের ৭ ভাগ রক্ত। রক্তকে প্রধানত এ, বি, ও এবং ‘আরএইচডি’ এন্টিজেন এই দুই উপায়ে ভাগ করা যায়।

রক্তের গ্রুপ বলে দেবে কার কী রোগ হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ‘ও’ নেগেটিভ গ্রুপের মানুষকে আগে থেকেই অতিরিক্ত সচেতন থাকতে হবে।

হার্টের রোগ ‘ও’ রক্তের গ্রুপের মানুষ এই সমস্যা থেকে দূরে থাকবে। ‘বি’ এবং ‘এবি’ গ্রুপের মানুষের হার্টের রোগ হওয়ার আশঙ্কা প্রবল।

আলসার- ‘ও’ পজিটিভি ও নেগেটিভ ব্যক্তির পেপটিক আলসার হওয়ার আশঙ্কা প্রবল। তাদের পেটের সমস্যা লেগেই থাকে।

গ্যাস্ট্রিক ক্যান্সার- ‘ও’ রক্তের গ্রুপ ছাড়া বাকি সব রক্তের গ্রুপের গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার আশঙ্কা প্রবল। তবে ‘এ’ রক্তের গ্রুপের মানুষের এই সমস্যা বেশি হয়। প্যানক্রিয়েটিভ ক্যান্সার- ‘ও’ রক্তের গ্রুপের এ ক্যান্সার হওয়ার আশঙ্কা প্রবল।

‘এ’ গ্রুপের রক্তের ৩২ শতাংশ এবং ‘এবি’ রক্তের গ্রুপের মানুষের ৫১ শতাংশ ঝুঁকি থাকে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here