দেলদুয়ার(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বাহী ট্রাক্টর চাপায় লাউহাটী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক সুধাংশ নাগ ওরফে পক্ষন (৫৫) নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় লাউহাটী বাজারের পূর্ব পাশে এসএসএস অফিসের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। পক্ষন লাউহাটী বর্ণী গ্রামের মৃত জ্ঞানেন্দ্র নাগের ছেলে। লাউহাটী বাজারের ব্যবসায়ী আসাদুজ্জামান ডলার ও জেলা পরিষদের সদস্য খন্দকার হামিম কায়েস বিপ্লব জানান, লাউহাটী বাজারে পক্ষনের সারের ব্যবসা রয়েছে। সন্ধ্যায় বাড়ি থেকে বাই সাইকেল যোগে সে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। এসএসএস অফিসের সামনে আসার পর দ্রুতগামী একটি মাটি বাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে জামুর্কী হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৭ টার দিকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। ট্রাক্টর চালক তাতশ্রী গ্রামের লাল চানের ছেলে মারুফ কে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দিয়েছেন নিহতের ভাই সুশীল চন্দ্র নাগ। ওসি মো. জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
খবর৭১/এস: