খবর৭১:অস্ট্রেলিয়ায় উত্তর কোরিয়ার এক গুপ্তচরকে আটক করেছে পুলিশ। তিনি উত্তর কোরিয়ার হয়ে কাজ করছিলেন।
যদিও তিনি দক্ষিণ কোরিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক। সিডনিতে বাস করেন তিনি। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ওই ব্যক্তির নাম চ্যান হ্যান চোই বলে জানিয়েছে। ৫৯ বছর বয়সী চ্যান হ্যান উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র সরঞ্জামসহ বিভিন্ন অস্ত্র আন্তর্জাতিক সংস্থার কাছে বিক্রির বিষয়ে মধ্যস্থতা করেন।
এমনকি গণবিধ্বংসী অস্ত্র বিক্রিরও চেষ্টা করেন তিনি। চ্যান উত্তর কোরিয়া থেকে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে কয়লা আমদানির পরিকল্পনা করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে চলছে অস্ট্রেলিয়া।
খবর৭১/জি: